সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের একবছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় নগরীর একটি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উইমেন চেম্বারের সভাপতি রোজেটি নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি, বগুড়া টিএমএসএস’র প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপিকা ডা. হোসনে আরা বেগম।
এছাড়াও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে আগত মহিলা উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে কেক কেটে উদ্বোধন এবং শেষে বার্ষিক প্রতিবেদনের মোড়ক উম্মোচন ও প্রতিবেদন তুলে ধরা হয়।