রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী এসোসিয়েশন কার্যালয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও রাজশাহী এসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিল।

উক্ত সভায় রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার, মহিলা সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, ক্রীড়া ও জনকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী কামাল, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রশিদ, নির্বাহী সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নির্বাহী সদস্য প্রফেসর ড. সাইফুদ্দীন চৌধুরী, নির্বাহী সদস্য সুখেন মুখোপাধ্যায়, রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী সদস্য অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার, আহমেদ শফি উদ্দিন, আকবারুল হাসান মিল্লাত, মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য মো. হাসেম আলী, নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা প্রমুখ।