রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী পরিষদের সভা

আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে রাজশাহী এসোসিয়েশন ভবনের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ।

আলোচনা সভার শুরুতেই রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি তাজুল ইসলাম এবং আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যাংকার মুজিবর রহমানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, যুগ্ম সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ক্রীড়া ও জনকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহিলা সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, দফতর সম্পাদক অধ্যক্ষ এস.এম রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক সুখেন মুখোপাধ্যায়, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, নির্বাহী সদস্য মো. লিয়াকত আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ