রাজশাহী ওয়াসাকে জনমুখি করতে প্রয়োজন যথাযথ পরিকল্পনা এবং নাগরিক সচেতনতা

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


বিশুদ্ধ পানি মানবাধিকারের ভিত্তি হিসেবে স্বীকৃত। কিন্তু অধিকার হিসেবে স্বীকৃত হলেও এখনো এ অধিকার থেকে বিশে^র ৭৬ কোটিরও বেশি মানুষ বঞ্চিত। দেশের ৪১% মানুষ নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। এ প্রেক্ষিতে সুপেয় পানির অধিকার রক্ষা করা জরুরি। এ লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন জানুয়ারি ২০২৪ থেকে ‘পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি এর ঝুঁকি মোকাবেলায় পানি ও পয়ঃনিষ্কাশন খাতে জবাবদিহিতা বৃদ্ধির জন্য সহায়তা’ শীর্ষক প্রকল্পটি রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনে বাস্তবায়ন করছে।



বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হোটেল ওয়ারিশান, রাজশাহীতে ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত ‘পানি ও পয়ঃনিস্কাশন খাতে শুদ্ধাচার ও সুশাসন বাস্তবায়নের অবস্থা, চ্যালেঞ্জ, সুযোগ ও করণীয় শীর্ষক গবেষণার আলোকে প্রাপ্ত মৌলিক সুপারিশসমূহ এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে ২৫টি সচেতনতামূলক সেশন থেকে প্রাপ্ত সুপারিশসমূহ নিয়ে রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষের সাথে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। অ্যাডভাকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, ওয়াসা রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক মো.জাকীর হোসেন। খবর বিজ্ঞপ্তির।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকীর হোসেন বলেন, পরিবেশগত কারণে রাজশাহীর পানিতে আয়রনের পরিমাণ বেশি হওয়াতে নিরাপাদ পানি সরবরাহ করা এই মুহূর্তে সম্ভব নয়। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি, ২০২৭ সাল নাগাদ এই সমস্যা দূর হবে এবং নগরবাসী নিরাপদ পানি পান করতে পারবে। এজন্য আমরা একটি নতুন পানি শোধানাগারের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছি। ওয়াসার পানি সিটির জনগণ ওয়াসাকে জনমুখি করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ওয়েব সাইটের মাধ্যমে একজন গ্রাহক তার বিল সম্পর্কে জানতে পারছেন এবং ব্যাংক এর মাধ্যমে পানির বিল প্রদান করছে। গ্রাহকসেবা নিশ্চিতে রাজশাহী ওয়াসা নিয়মিত গণশুনানির আয়োজন করে। তিনি আরও বলেন, ওয়াসার সেবার মূল্য তালিকাসহ সিটিজেন চাটার্ড সকল ওয়ার্ডের কমিশনাদের কার্যালয়ে প্রেরণ করা হবে যাতে করে সকল গ্রাহকরা ওয়াসার সেবা সম্পর্কে জানতে পারেন। এছাড়া ওয়াসার বিল গ্রাহকের ঠিকানায় সময়মত পৌছানোর লক্ষ্যে এক বছরের পরিবর্তে এখন থেকে দীর্ঘসময়ের জন্য টেন্ডার দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে।

সভার শুরুতে আয়োজকের পক্ষে ওয়েভ ফাউন্ডেশনের পরিচিতি এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমা। সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন লিপি আমেনা, প্রকল্প সমন্বয়কারী, উইন ওয়াস প্রকল্প, ওয়েভ ফাউন্ডেশন। কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক, দৈনিক সোনার দেশ, সেলিম রেজা রঞ্জু, উপ-প্রধান পরিছন্ন কর্মকর্তা, সুলতানা আহমেদ সাগরিকা, সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কাউন্সিলর, জাহাঙ্গীর আলম খান, পরিচালক, ডাসকো এবং মিডিয়া, স্থানীয় লোকমোর্চার সদস্য এ্বং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। সভাটি সঞ্চলনা করেন ফয়জুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা (বিউপি)।

 

Exit mobile version