শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম উজ জামান বসুনিয়া পিইঞ্জ করোনা ভাইরাস ( কোভিড-১৯) এ আক্রান্ত হওয়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে রোগমুক্তি কামনা করা হয়েছে। বুধবার ( ২ ফেব্রুয়ারি ) বেলা ১ টায় রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের আয়োজনে রাজশাহী ওয়াসার সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম তুহিনুর আলম, প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ, নির্বাহী প্রকৌশলী রেজাউল হুদা, ইকবাল হোসেন, রাজশাহী ওয়াসার শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, মরু, জুলফিকার, রিফাত প্রমূখ।