রাজশাহী ও নাটোর চিনিকলের আখ মাড়াই শুরু II ৮ হাজার ৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য

আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক ও নাটোর প্রতিনিধি:


রাজশাহী ও নাটোর চিনিকলে ২০২৩-২৪ মৌসুমে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই দুই চিনিকলে উৎপাদন ধরা হয়েছে ৮ হাজার ৪০০ মেট্রিক টন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে পৃথক অনুষ্ঠানের মধ্যে এই দুই চিনিকলে আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়।

রাজশাহী চিনিকলে ৪৫ হাজার মেট্টিক টন আখ মাড়াই ও ২ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজশাহী চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের বিএসএফআইসি যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাশার।
চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ শতাংশ। রাজশাহী চিনিকলের জোন এলাকায় মোট সাড়ে ৩ হাজার একর জমিতে আখ উৎপাদন হয়েছে। আগামীতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৬ হাজার একর।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাশার জানান, রাজশাহী চিনিকলে আখ মাড়াই মৌসুম আজ থেকে শুরু হয়েছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গত এক বছরে সরকার প্রতি মণ আখ ৪০ টাকা বাড়িয়েছেন। গত মৌসুমে প্রতিমণ আখের দাম ছিল ১৮০ টাকা। সরকার ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ২২০ টাকা নির্ধারণ করেন। চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন। ফলে চাষিরা আখ চাষে আগ্রহী হচ্ছেন। আগামীতে রাজশাহী চিনিকল এলাকায় আখ চাষ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী সুগার মিলের মহাব্যবস্থাপক মো. শাহিনুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেবর আলী, রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, আখচাষি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, আখচাষি প্রমুখ।

৫৪ কর্মদিবসের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলের ২০২৩-২৪ মৌসুমের ৪০তম আখ মাড়াই কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। ৫ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সে চিনিকলের কেইন ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আখমাড়াই মৌসুমের উদ্বোধন করেন, ।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে ননাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়াসহ মিলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে ৫৪ কার্যদিবসে ৭৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫০ ভাগ। নাটোর চিনিকলের ৮টি সাবজোন এলাকায় মোট ৯৭ হাজার মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। প্রতি একর জমিতে আখে ফলন হয়েছে ২০ মেট্রিক টন। নাটোর চিনিকলের ৮টি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখের পরিস্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ চিনিকলে সরবারহ জন্য প্রচার-প্রচারণা চালানো হয়। গত ২০২২-২৩ মৌসুমে ৫৪ দিনের কর্মদিবস নিয়ে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০ হাজার মেট্রিক টন। কিন্তু ৩৭ দিনের মধ্য মাত্র ৫০ হাজার ৭৩৮ মেট্রিক টন আখ মাড়াই করে নাটোর চিনিকল।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, আজ (শুক্রবার) নাটোর চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে নাটোর চিনিকলের ৮টি সাবজোন থেকে ৭৮ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৫ হাজার ৭০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। সরকার ২০২১-২২ মৌসুমে প্রতিমণ আখ ১৪০ টাকা, ২০২২-২৩ মৌসুমে ৪০ টাকা বাড়িয়ে ১৮০ টাকা এবং ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ২২০ টাকা নির্ধারণ করেন। ফলে চাষিরা আখ চাষে আগ্রহ হচ্ছেন। দিনে দিনে নাটোর চিনিকল এলাকায় আখ চাষ বাড়ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ