রাজশাহী কম্পিউটার সমিতির নির্বাচনে সভাপতি রুমি, সম্পাদক রাজাভী

আপডেট: মার্চ ১৮, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী কম্পিউটার সমিতির দ্বি বার্ষিক ২০২৩-২৪ নির্বাচনে টিম ৩৬৫ বিশাল ব্যবধানে ফুল প্যানেলে জয়লাভ করেছে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয় জুলফিকার ওলিউল্লাহ রুমি (এসআর ল্যাপটপ শোরুম) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় আহমেদ রাজাভী (ল্যাপটপ সিটি)। এছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করে কবিউল হক সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয় লাভ করে নুরুজ্জামান মিল্টন (আই-টেক সিস্টেম)। এছাড়া আবু বকর সিদ্দিক, সৈয়দ হুমায়ুন কবির জন, আমিনুল ইসলাম সোহেল, মাসুদুর রহমান, এস এম শামীম জয়লাভ করেছে।

সাধারণ সম্পাদক আহমেদ রাজাভী সাংবাদিকদের জানিয়েছেন, এই জয়ে তাদের কাজ করার একটি
প্লাটর্ফম তৈরী হলো এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি উল্লেখ্য কাজ সমুহ আগামী দুই বছরের মধ্যে
শেষ করবেন বলে আশাবাদী। আর এর জন্য তিনি সকলের সহযোগিতা আশা করেন।