শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. হবিবুর রহমান বলেছেন, ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস রাজশাহীর কোথাও পালিত হয় নি। এইবার প্রথমবারের মত রাজশাহী কলেজে পালিত হচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় ধরনের প্রাপ্তি। এটি একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। নিশ্চয় সেমিনারের মাধ্যমে এ দিবসের তাৎপর্য এবং হিসাববিজ্ঞানের জনক সম্পর্কে তোমরা সবাই অবগত হয়েছো।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০১৬’ উপলক্ষে রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ হবিবুর রহমান। রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আশীষ কুমার সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।এসময় রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, ‘আমাদের কলেজের হিসাববিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা অনেক বড় ব্যাপার। এ ধরনের অনুষ্ঠান কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হয় নি। এটা একটি পাইলট প্রোগ্রাম বলে অবহিত করে অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, ‘নিশ্চয়ই হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এবার এটা পাইলট প্রোগ্রাম হিসেবে। আগামী বছর আমরা বিরাট আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ হিসাববিজ্ঞান দিবস উদযাপন করবো। এখনকার এ অনুষ্ঠানটি শুধুমাত্র পাইলট অনুষ্ঠান। আমরা দেখলাম যে এটা আমরা পারি কিনা। দেখলাম আমরা পারি। আমরা সবকিছুই করতে পারি, আর আমরা করবো।’
রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সৃজনশীল উল্লেখ করে অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজ সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছে। শুধু এ হিসাববিজ্ঞান বিভাগ না সকল বিভাগ স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। আমরা চাই এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নতুন নতুন চিন্তার জগতে প্রবেশ করুক।’
প্রথমবারের মত রাজশাহী কলেজের আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালনের বিষয়ে রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক একেএম সাইদুর রহমান খান সোনারদেশ-কে বলেন, ‘আমরা এবার ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসটাকে একটু আড়ম্বরের সাথে পালন করছি। আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেহেতু যতদূর জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কখনো এ ধরনের আয়োজন হয় নি আর আমিও হতে দেখিনি। আমি এ বিভাগে আসার পরে এ বিভাগে শিক্ষকদের নিয়ে বিভাগীয় প্রধানসহ আমরা চেষ্টা করেছি এ দিনটাকে একটু অন্যভাবে উদযাপন করার জন্য। কেননা অনেকেই জানেন না হিসাববিজ্ঞান একটি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক জীবন যেখানেই যান না কেন, কোথাও হিসাববিজ্ঞানের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। সেই জন্য এ দিনটাকে আমরা চেয়েছি জনগণ জানুক। হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে তারা জানুক হিসাববিজ্ঞান পেশাটা কতটা গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি এ দিনটাকে আড়ম্বরভাবে পালন করার এবং আমরা তা করছি।’
এদিকে রাজশাহীতে প্রথমবারের মত রাজশাহী কলেজ ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস’ পালন করায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তাই তারা মেতে উঠে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।
রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী করিম চাঁদ সোনার দেশকে বলেন, ‘অনেক ভালো লাগছে। এটা আমাদের জন্য অনেক গর্বের ও আনন্দের বিষয় যে, রাজশাহী কলেজে সর্বপ্রথম এটা (আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস) পালিত হচ্ছে। আরো ভালো লাগছে এ জন্য যে, আমরা এ বিভাগে ভর্তি হয়েই এটা পালন করতে পারছি ও ইতিহাসের স্বাক্ষী হতে পারছি।