রাজশাহী কলেজে উচ্চমাধ্যমিক শাখার নবীনবরণ

আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১২:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান শিক্ষকরা-সোনার দেশ

রাজশাহী কলেজে উচ্চমাধ্যমিক প্রথমবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় কলেজ মিলনায়তনে উচ্চমাধ্যমিক শাখার ২০১৭-২০১৮ সেশনের প্রথমবর্ষের শিক্ষার্থীদের ‘রিসিভশান এ্যান্ড ওরিয়েন্টেশান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম জার্জিস কাদির, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা নিলুফার ফেরদৌস, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজউদ্দীন মোল্লা, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী । অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত কারিগর। সুতরাং শিক্ষার্থীদের শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলে চলবে না প্রকৃত মানুষ হতে হবে। দেশের ও দেশের মানুষের সেবার ব্রত  নিয়ে কাজ করতে হবে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা মানসিকভাবে বেশি বিচলিত উল্লেখ করে বক্তারা বলেন, এই বিচলতার ফলে তারা বিভিন্নভাবে জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে একদল বিপথগামী শিক্ষার্থীদের জঙ্গিবাদে উস্কানি দিচ্ছে। তাই বক্তারা শিক্ষার্থীদের ধর্মান্ধ না হয়ে ধর্মভীরু হওয়ার এবং জঙ্গিবাদ এড়িয়ে চলার পরামর্শ দেন।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রত্যেকটি বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। প্রতিটি বিভাগের শিক্ষকদেরকে মঞ্চে ডেকে নবীন ছাত্রÑছাত্রীদের সাথে পরিচয় করানো হয়। অনুষ্ঠান শেষে কলেজের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা শিক্ষকম-লী ও অভিভাবকদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ