রাজশাহী কলেজে পরীক্ষার্থীদের র‌্যাগ-ডে পালন

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


র‌্যাগ-ডেতে শিক্ষার্থীদের মানবপ্রাচীর

রাজশাহী কলেজের ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বর্ণিল রঙে রাঙিয়ে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে র‌্যাগ-ডে পালন করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ।
এরপর একটি র‌্যালি কলেজ মিলনায়তন থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে মানবচিত্রের মাধ্যমে  আর.সি-১৭ লিখে শেষ হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

 

 
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, সামাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, অর্থনীতি বিভাগের প্রধান ড. ওয়াসীম মেজবাহুল হক, সহকারী অধ্যাপক মিজানুল ইসলাম প্রমুখ। বর্ণিল র‌্যাগ ডে র‌্যাম্পে হেঁটেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিফা সারওয়াত দিয়া। দারুচিনি দ্বীপ সিনেমার ‘দুঃখটাকে দিলাম ছুটি’ গানে দ্বৈত নাচে অংশগ্রহণ করেছেন দিয়া ও চেতনা। দিয়া বলেন, বর্ণিলভাবে র‌্যাগ ডে করার পরিকল্পনা ছিল। সবার সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করেছি। কলেজ জীবনের শেষ দিনটাকে আনন্দ ভরিয়ে তুলাই ছিল সবার পরিকল্পনা।


এবার এইচএসসি পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা এই কলেজটি থেকে মোট ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে বিজ্ঞান শাখার ৩০০ জন, মানবিক শাখার ১৫০ জন এবং বাণিজ্য শাখায় ১৫০ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ