রাজশাহী কলেজে ‘রবীন্দ্রনাথ বাংলার লোকসাহিত্য চর্চার অগ্রদূত’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: মে ১৬, ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী কলেজের বাংলা বিভাগের আয়োজনে ‘রবীন্দ্রনাথ বাংলার লোকসাহিত্য চর্চার অগ্রদূত’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১৬ মে) রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, উপাচার্য (ভারপ্রাপ্ত) নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আলোচক হিসেবে ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম কবির, বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, সম্পাদক, বাংলা সাহিত্যিকী, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী সম্মানিত অতিথির বক্তর‌্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর মোহা. ওলিউর রহমান, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সম্পাদক শিক্ষক পরিষদ, রাজশাহী কলেজ।

অনুষ্টানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক প্রফেসর আব্দুল খালেক। অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ অর্জন করায় প্রফেসর আবদুল খালেক এবং প্রফেসর মুহম্মদ আবদুল জলিলকে রাজশাহী কলেজের পক্ষ থেকে গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ