সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের ২০১২-২০১৩ সেশনের ১৩৫তম ব্যাচের র্যাগ ডে পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পিযুষ কান্তি ফৌজদারের নেতৃত্বে র্যালিতে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরীসহ বিভাগের শিক্ষকম-লী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে শেষ হয়।
র্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী বলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অন্য যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তুলনায় সৃজনশীল, মেধাবী, মননশীল এবং পরিশ্রমী। তারই ধারবাহিকতায় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে যা প্রশংসার দাবিদার। আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।