মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
দরিদ্র-অসহায়, দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মী। গতকাল সোমবার দুপুরে হিন্দু হোস্টেল মহারাণী হেমন্ত কুমারী ছাত্রাবাস ফটকের সামনে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সম্পাদক নাইমুল হাসান নাঈমরে তত্বাবধানে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ক্যাম্পাসে সাপ্তাহিক প্রচার মিছিল করে কলেজ শাখা ছাত্রলীগ পরিবার। বেলা ১২ টার দিকে মিছিলটি মুসলিম হোস্টেল গেট থেকে বের হয়ে ক্যাম্পাস চত্বর প্রদক্ষিন করে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে শেষ হয়। মিছিল শেষে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এবং সম্পাদকের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়।