শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর ভদ্রা রেল মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সবার মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর, সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির আল ফারুকী, রোকনুজ্জামান সিদ্দীকি, প্রভাষক রোজিনা আফরোজ, নুসরাত জেরিন এ্যানী, সুলতানা জহুরা।
এ কর্মসূচীর আহ্বায়কের দায়িত্বে ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মালেক সরকার ও প্রভাষক সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত সামাজিক স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের পরিবারসহ ৬০ টি পরিবারকে ১টি করে কম্বল ও প্রায় ২৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর দ্বিতীয় পর্যায় আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।