রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয়

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পহেলা ফাল্গুন বরণ এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়। বুধবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানটি শিক্ষক ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মন্ডলীর অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার শাহিদুল এমরান এনডিসি (এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)। বিশেষ অতিথি ছিলেন, তাঁর সহধর্মিণী নাজমুন নাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানের যেকোনো কার্যক্রমে অভিভাবকবৃন্দকে এভাবেই অংশগ্রহণের আহ্বান জানান। সেই সাথে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

পিঠা উৎসবে ২৮ টি স্টলে হরেক রকম পিঠা সাজিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন অভিভাবকবৃন্দ।
পিঠা উৎসব শেষে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ