শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ট্রাস্টের ১৮তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১০ টায় রাজশাহী ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা। ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের পরিচালনায় বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার প্রকৌশলী আবুল বাশার। বক্তব্য রাখেন, ডা. ওয়াজেদ হোসেন, প্রকৌশলী মো. লুৎফর রহমান প্রমুখ। সভায় ট্রাস্টের অন্য সদস্যরাও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।