রাজশাহী ক্ষুৃদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির মতবিনিময় সভা

আপডেট: এপ্রিল ২৯, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সাঁওতাল, উরাও ও মুন্ডা সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠান পালনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সকল সম্প্রদায়ের কোন একটি অনুষ্ঠান সম্মিলিতভাবে যদি করা যায় তাহলে এটা একটি জাতীয় উৎসবে পরিণত হবে। সে বিষয়ে ঐক্যমতে আসার জন্য বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনব্যাপি নঁওগার নজিপুর ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও তেঘড়িয়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান। উপস্থিত ছিলেন আদিবাসী নেতা নরেন পাহান, পতœীতলা গারগানা সভাপতি লুইস পারাগানা ও সাধারণ সম্পাদক বাবু যোসেফ হেমরম, উড়াও নেতা যোতিন টপ্প্য ও সুধীর তির্কী আদিবাসী নেতা মানসি সরেন ও কমরেড মঙ্গল কিস্কুসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির বেশ কিছু সম্প্রদায়ের উৎসব একই ধরনের। এই উৎসবগুলো তারা নিজেদেরমত করে খন্ড খন্ডভাবে করে থাকেন। সে ক্ষেত্রে খুব একটা জাকজমক হয়না। সেই সকল উৎসবগুলোকে প্রানবন্ত করতে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের মধ্যে আলোড়ন ও উৎসাহ সৃষ্টির করার লক্ষে এই ধরনের উদ্যোগ গ্রহন করা প্রয়োজন বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ