রাজশাহী-চাঁপাই জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ৩:০২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


ক্রীড়াসামগ্রী বিতরণ করেন সাংসদ আখতার জাহান-সোনার দেশ

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে রাজশাহী ও চাঁপাই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সাংসদ বেগম আখতার জাহান।
এসময় তিনি প্রধামমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি খোলাধুলার উপর ভালবাসার কথা তুলে ধরে বলেন, নতুন নতুন খেলার উদীয়মান খেলোয়াড় তৈরি করতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের প্রতিটি খেলাধুলায় সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয়, খেলোয়াড়দের সুযোগ সুবিধার উন্নয়ন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষাক, সহযোগী অধ্যাপক, শিক্ষার্থীবৃন্দ, ক্লাবের প্রধানগণসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।