বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসাদুজ্জামান মাসুদ সভাপতি ও আব্দুর রউফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি সাজ্জাদ আলী, সহসাধারণ সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সদস্য যথাক্রমে আব্দুল ওয়াদুদ, নাদির হোসেন বেচন, আমিরুল বাদশা, ফজলুল হক, বাবর আলী, সরোয়ার ভুলু ও ইকবাল হোসেন।
এ নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রেজাউল হক মো. কামরুজ্জামান ও আপিল বোর্ডের কমিশনার ছিলেন রইস উদ্দিন। তাদের স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে নির্বাচনের এ ফলাফল জানানো হয়।