রাজশাহী চেম্বার অব কমার্স এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় চেম্বার ‘বোর্ডরুমে’ রাজশাহী মহানগরের রাজশাহী সিটি পাদুকা ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিঃ, শিরোইল কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি লিঃ, রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতি, মুড়িপট্টি ব্যবসায়ী ঐক্য পরিষদ, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, গণকপাড়া ব্যবসায়ী সমিতি, রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতি, রাজশাহী সিটি কর্পোরেশন এর কাউন্সিলর সংরক্ষিত আসন-২, হস্তশিল্প মহিলা সংস্থা, বেকারী মালিক সমিতিসহ মোট ১২ টি ব্যবসায়ী সংগঠনের অধীনে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য ২০টি করে সর্বমোট ২৪০টি কম্বল সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দের নিকট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, পরিচালকবৃন্দ কামরুজ্জামান, মোঃ নাজমুল হোসেন, মোঃ আশিকুর রহমান তুহিন, মোঃ মামুনার রশীদ।