রাজশাহী চেম্বার ভবনে ককটেল বিস্ফোরণ, আলামত পায়নি পুলিশ

আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে, ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর অলোকার মোড়ে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ভবনের নিচে এই ঘটনা ঘটে। তবে ভবনের জানালার কাঁচ ভাঙা পাওয়া গেছে।

স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে কিছু একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। তবে কাউকে পালাতে দেখা যায়নি। পরে দেখা যায় মসজিদের জানালার কাঁচ ভাঙা হয়েছে।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, সন্ধ্যার দিকে একটা বিকট শব্দ হয়। এরপর মসজিদের জানালার কাঁচ ভাঙা পাওয়া যায়। সেখানে একটি প্রাইভেট কারও অবস্থান করছিল। প্রাইভেট কারেরও কাঁচ ভেঙে গেছে। ঘটনার পর পুলিশ ও ক্রাইম সিন ইউনিট এসেছিল। তারা কোনো আলামত পায়নি। তবে এটা কার থেকে হতে পারে। কারকে শনাক্ত করতে পারলে রহস্য পাওয়া যাবে। এজন্য পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, চেম্বার ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে এমন তথ্য দিয়েছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের জানালার কাঁচ ভাঙা পেয়েছে। ককটেল বিস্ফোরণের কোনো আলামত এখন পর্যন্ত খুঁজে পায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ