রাজশাহী ছয়টি আসনে ভোটগ্রহণ শুরু

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ৮:৫৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর ছয়টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলছে বিকেল চারটা পর্যন্ত। শীতের সকালে কুয়াশায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। প্রায় সব কেন্দ্র ছিল ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটাররা আসবে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা।

ভোটগ্রহণ শুরুর পর কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছে। তবে ভোটার উপস্থিতি একেবারে কম লক্ষ্য করা গেছে। নগরীর কোর্ট মহাবিদ্যালয়ে ভোট শুরুর আধাঘণ্টার মধ্যে মাত্র ১০ জন ভোটার ভোট দিয়েছেন। এছাড়াও শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, শাহমখদুম কলেজ, খাদেমুল ইসলাম গার্লস কেন্দ্রগুলো ঘুরেও ফাঁকা দেখা গেছে।

রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী আছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহী-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আরেক প্রার্থীকে সমর্থন দিয়েছেন একজন। সে হিসাবে ভোটের লড়াইয়ে আছেন ৪১ প্রার্থী। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধে আছেন ১০ জন, রাজশাহী-২ আসনে সাতজন, রাজশাহী-৩ আসনে ছয়জন, রাজশাহী-৪ আসনে ছয়জন, রাজশাহী-৫ আসনে ছয়জন ও রাজশাহী-৬ আসনে আছেন ছয়জন প্রার্থী। প্রায় সব আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

রাজশাহী জেলায় মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭১৪। ভোটকেন্দ্র রয়েছে ৭৭০টি। এর মধ্যে পুরুষ ভোটার আছে ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। নারী ভোটার আছে ১০ লাখ ৯২ হাজার ২৯৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। ভোটকক্ষ আছে চার হাজার ৯৬৩টি। রাজশাহী ছয়টি আসনে মধ্যে ৯টি উপজেলা, ১৪টি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন আছে। এর মধ্যে রাজশাহী-২ আসনটি সিটি করপোরেশনের মধ্যে।

রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি সশস্ত্র বাহিনী ও বিজিবি আছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ম্যাজিস্ট্রেটও রাখা হয়েছে।

এর আগে ভোর চারটা থেকে শুরু হয় ব্যালট পেপার বিতরণ। প্রথমে দূরের কেন্দ্রগুলোকে আগে দেওয়া হয়। পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয় ব্যালট পেপারগুলে।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট গণনার কাজ শেষ হওয়ার পর পরই প্রত্যেক প্রিসাইডিং অফিসার ব্যবহৃত ব্যালট পেপার ভর্তি সিলমোহর করে প্যাকেট, ভোট গণনার বিবরণী ও ব্যালট পেপারের হিসাব সরাসরি অথবা সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। তিনি প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত ফলাফল যোগ করে প্রত্যেক প্রার্থীর ফলাফল নির্ধারণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ