রাজশাহী জনতা ব্যাংক অফিসার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ২:৪১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


জনতা ব্যাংকের সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা-সোনার দেশ

রাজশাহী জনতা ব্যাংক অফিসার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পদ্মাপাড় সীমান্ত সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি মোজাম্মেল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লি. এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক শামীম আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন, সহকারী মহাব্যবস্থাপক  সোলেমান আলী প্রামাণিক, সিবিএ সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের নগর সভাপতি বদরুজ্জামান খায়ের।
সভায় আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন, সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস। সভা শেষে অফিসার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক ও সম্পাদক আবদুল কুদ্দুসসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। পরে রাজশাহী এরিয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি পদে বদরুজ্জামান ও সম্পাদক দীলিপ কুমার তালকদুারসহ ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ