বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
অস্ত্র, গুলি, মাদক উদ্ধার, আসামি গ্রেফতারসহ আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় রাজশাহী জেলায় শ্রেষ্ঠ হিসেবে পুরষ্কৃত হলেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন। গত মঙ্গলবার জেলা পুলিশের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুইয়াঁ তাকে পুরষ্কৃত করেন।
পুলিশ সূত্রে জানিয়েছে, রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে কাজের মুল্যায়ন হিসেবে শ্রেষ্ঠ অফিসারদের পুরষ্কৃত করে আসছে। তারই ধারাবাহিকতায় গত এক মাসে অস্ত্র, গুলি, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, মামলা নিস্পত্তিসহ সার্বিক বিষয়ে জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে থেকে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি)নিবারন চন্দ্র বর্মনকে পুরুষ্কৃত করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ।
ওসি ছাড়াও আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় রেঞ্জের বেস্ট অফ অফিসার হিসাবে চারঘাট মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলামকেও পুরস্কৃত করা হয়।