সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সকালে নির্দিষ্ট সময়ের মধ্যেই জেলার শতভাগ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। রোববার (৭ জানুয়ারি) ভোর ৪ টায় নগরীর হাজি মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থেকে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার তুলে দেন জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।
সরেজমিন রাজশাহী-২ আসনের জন্য নির্ধারিত ভেন্যু হাজি মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, সেখানে নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হচ্ছে। তারা ব্যালট পেপার সংগগ্রহ করে রিকুইজিশন করা গাড়িতে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে। এছাড়াও জেলার সব উপজেলা প্রশাসন চত্বরের ভেন্যুতে সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে একযোগে ব্যালট পেপার বিতরণ করেছেন। তারা ব্যালট পেপার নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে।
এসময় উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামসুল ইসলাম।
ব্যালট বিতরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ভোটের দিন ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হলো।
সেই লক্ষ্যে এই ব্যালট পেপার পরিবহনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এসময় পর্যাপ্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়।
তিনি আরো জানান, রাজশাহী জেলার ছয়টি আসনের ৭৭০টি ভোট কেন্দ্রে এবং ৪ হাজার ৯৬৩টি ভোট কক্ষে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। এই জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭১৪। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৭৩০ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৮ জন।