মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন, ওয়াহেদুল ইসলাম, সাজিদ হাসান, আল মোসাব্বির ফাহিম, আব্দুল্লাহ আল সিয়াম, নাজমুল হোসেন সাব্বির, মেহেদী হাসান, সাজিদ আহমেদ, রিদওয়ান রাকিব তাসিন, মরতুজা আহমেদ মাহিম, স¤্রাট আলী, মোজাহিদুল ইসলাম জজো, তরিকুল ইসলাম সনি, এনামুল হক পারভেজ, রাকিব হাসান, মোস্তাফিজুর রহমান মনা। অতিরিক্ত : সজিব হোসেন, ইদ্রিশ আলী, রাশিদুল আলম পলিন, জাহিদুল ইসলাম রিপন ও জুয়েল। ম্যানেজার গোলাম রাব্বানী ও কোচ আরেফিন তুষার। আজ সকাল ১০টায় শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে কোচ তুষারের কাছে রির্পোট করতে বলা হয়েছে।