রাজশাহী জেলা ছাত্রদল সম্পাদকের পদ স্থগিত

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান গতকাল সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান জিতু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ