সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশেষ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আসন্ন জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জদের বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনার জন্য পুলিশ সুপার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনবান্ধব পুলিশি ব্যবস্থা ও সাধারণ জনগণ যাতে কোন প্রকার হয়রানি ছাড়ায় তাদের প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।