শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ মার্চ) বিকাল ৫টায় হোটেল ওয়ারিশানে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মো. সেলিম রেজা সভার শুরুতে উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী স্বাগত বক্তব্য রাখেন। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে, ত্রি-বার্ষিক মেয়াদে সেলিম রেজা সভাপতি, আবু বাক্কারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহসভাপতি বিমল কুমার সরকার, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন চাঁদ, সাধারণ সম্পাদক এনামুল হক, বেনেতী ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মজিবর রহমান, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সহ-সভাপতি মমতাজ উদ্দিন, পিযুষ কান্তি কুন্ডু, যুগ্ম সম্পাদক চন্দন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক এ বি এম, হাবিবুল আলম, কোষাধ্যক্ষ মো. আফসার আলী মন্ডল প্রমুখ।