মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস ও রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারির বাড়ি এবং নাটোর থেকে পিস্তুল, রিভলবার, অবিস্ফোরিত তিনটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় এই দুই স্থান থেকে র্যাব-৫, রাজশাহীর সদস্যরা থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছেন।
আমাদের রাবি প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ভদ্রা মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাবি কর্মচারী আবু রাজ তুহিন ওরফে সাধু ও তার সহযোগী বিজুকে আটক করা হয়। এরপর তার বাড়ি থেকে বোমা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে র্যাব-৫, রাজশাহীর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নল মাহবুবুর রহমান।
সাধু বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার কর্মচারী ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন নতুন বুধপাড়া এলাকার মো. কোবাদ আলীর ছেলে। তবে রিজুর বিস্তারিত পরিচয় জানা যায় নি। আটককালে তাদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাবি সংলগ্ন বুধপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি অবিস্ফোরিত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম ভদ্রা মোড় এলাকা থেকে সাধু ও রিজুকে আটক করে। পরে তাদেরকে রাজশাহী র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর দু’টি টিম নগরীর বুধপাড়ায় অবস্থিত সাধুর বাড়িতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘন্টাব্যাপী অভিযান চালায়। এ সময় সেখান থেকে তিনটি অবিস্ফোরিত বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অভিযান অব্যাহত রাখা হবে।’ অস্ত্র ব্যবসায়ী চক্রের সঙ্গে তাদের যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এদিকে নাটোর অফিস জানায়, নাটোরের লালপুর থেকে একটি বিদেশি পিস্তুল, তিনটি গুলি ও একটি ম্যাগজিনসহ তিন জনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার আবদুলপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কামারহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে আবু রায়হান (২৬), একই গ্রামের জোনাব আলীর ছেলে রাজা হোসেন (৩৭) ও শুকুর আলীর ছেলে শাখাওয়াত হোসেন (২৯)।
র্যাব-৫ সূত্র জানায়, আবদুলপুর স্টেশনে অস্ত্র বেচাকেনা হচ্ছে গোপন সংবাদ পেয়ে র্যাব ৫ এর একটি দল আবদুলপুর স্টেশনে অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তুল, তিনটি গুলি ও একটি ম্যাগজিনসহ তিন জনকে আটক করা হয়।
এ বিষয়ে র্যাব-০৫ রাজশাহীর স্পেশাল ব্রাঞ্চের কমান্ডার মেজর আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে।