সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে পলিটেকনিক ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আরএমপি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ৫ জন, শাহ মখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।
এদের মধ্যে ডিবি পুলিশ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) এর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইমাম মেহেদী ইসলামকে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাহেববাজার এলাকা হতে গ্রেফতার করে। এর মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক ব্যবসায়ীও আছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।