রাজশাহী প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগে টাউন ক্লাব

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তিন ম্যাচ জিতে সুপার লিগে উঠেছে টাউন ক্লাব। গতকাল শুক্রবার নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে লিগের একমাত্র খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বর্তমান চ্যাম্পিয়ন দল টাউন ক্লাব। অধিনায়ক কাননের মুদ্রা নিক্ষেপের সিদ্ধান্তটা যে মোটেই ভুল ছিল না। ম্যাচ শেষে ৯৪ রানে জয় বলে দিচ্ছে।
তনু ও কাননের হাফসেঞ্চুরি সুবাদে রাজশাহী ঐতিহ্যবাহি টাউন ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে। দলের ওপেনার তনু সর্বোচ্চ ৬৯ রান করেন। তিনি ৭০ বলে ৮টি চার মারেন। এছাড়া অধিনায়ক কানন প্রতিপক্ষ দলের পেস বোলার জাবিরের শিকার হয়ে ৫৮ বলে ৫০ রান করেন। তিনি এই রান করতে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান। দলের আরেক ওপেনার অভিষেক মিত্র ১৪, শামীম ৩৬,সবুজ ২৩ ও সাদ অপরাজিত ২৪ রান করেছেন। রাজশাহী ক্রিকেট ক্লিনিক দলের বাজে ফিল্ডিংয়ের কারণে টাউন ক্লাবের দলীয় স্কোর কার্ডে অতিরিক্ত থেকে ১৯ রান যোগ হয়। রাজশাহী ক্রিকেট ক্লিনিক দলের বোলার জাবির ও সুমন জুনিয়র প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে ২৫০ রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে টাউন ক্লাবের বোলার সাদ ও আরিফের চমৎকার বোলিংয়ের মুখে পড়ে ১৫৫ রানে ৪৭ ওভারে গুটিয়ে যায় রাজশাহী ক্রিকেট ক্লিনিক দল। দলের রাফি ১১০ বলে সর্বোচ্চ ৮১ রান করেছেন। এছাড়া কোলি ২৬ রান করেন। টাউন ক্লাবের বোলার সাদ ৯ ওভারে ২৭ রান দিয়ে ৪টি ও আরিফ ১০ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেছেন।