সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল অ্যালাইড ক্রিকেট ক্লাব ৪১ রানে উপশহর ক্রিকেট ক্লাবকে হারায়। টস জয়ী অ্যালাইড ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ২৪১ রান। দলের পক্ষে সর্বোচ্চ লালমন ৪৯, অভি ৩০, জুবায়ের ৬৮ ও নাহিদ ৬০ রান করে। বিপক্ষে সুমন (বড়) ৫৯ রানে ২টি উইকেট নেন। জবাবে উপশহর ক্রিকেট ক্লাব নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০০ রান। দলের পক্ষে সর্বোচ্চ সান ৪৫,সুনাম ২৭ ও কাজল ৩৩ রান করে। বিপক্ষে লালমন ৪৪ রানে ৩টি,মুস্তাকিম ও অভি(ছোট) ৪০ রানে ২টি করে উইকেট নেন। আজকের খেলায় মোকাবিলা করবে প্রভাতী সংঘ ও আগমনী ক্রীড়া চক্র।