বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে টাউন ক্লাব। গতকাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টাউন ক্লাব ৮৮ রানের বিরাট ব্যবধানে উপশহর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। টসে হেরে টাউন ক্লাব ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মুনিম ৪৭, অভিষেক ৯৮, জনি ২৬ ও শাহাজাদা অপরাজিত ২৩ রান করেন। বিপক্ষে সান ২৮ রানে ৩টি ও বুলু ২৭ রানে ২টি উইকেট নেন। জবাবে উপশহর ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুনাম ২৬, মোনি ৫২ রান করেন। বিপক্ষে জনি ১৬ রানে সাদ ২১ রানে ৩টি উইকেট নেন। আজকের খেলায় মোকাবিলা করবে আগমনী ক্রীড়া চক্র ও কাজিহাটা স্পোর্টিং ক্লাব।