শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বঙ্গবন্ধু ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জেলার অসচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক অনুদান প্রদানের লক্ষ্যে বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
বঙ্গবন্ধু ক্রিয়াসেবী কল্যাণ ফাউন্ডেশন রাজশাহীর সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাবেক ক্রীড়াবিদ আফরোজা খানসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।