মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। শুক্রবার (৭ জুন) দুপুর আড়াইটায় নতুন এ সমিতির আত্মপ্রকাশ করা হয়। সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন উপজেলার মৎস্যচাষিরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সমিতির নেতৃবৃন্দরা আগত মৎস্যচাষিদের উদ্দেশ্যে নতুন কমিটির গঠন ও এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির আহবায়ক সাদিকুল ইসলাম মেজো, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, যুগ্ম সদস্য সচিব মুনসুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান, ট্রেজারার ড. অক্ষয় কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালায় ছিলেন রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির সদস্য সচিব খায়রুল বাশার এবং বিভিন্ন উপজেলা হতে আগত প্রায় ১৮০ জন মৎসচাষি।