রাজশাহী বাস্কেটবল লিগের ফাইনাল শনিবার

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৪৮ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী জেলা জিমনাসিয়ামে চলমান রাজশাহী বাস্কেটবল লিগের ফাইনাল খেলা আগামীকাল শনিবার। এই দিন দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। লিগের প্রথম বিভাগে লোটাশ ক্লাব ও রেনঈবো ক্লাব এবং প্রিমিয়ার ডিভিশনে উপশহর স্পোর্টিং ক্লাব ও ঈগলেটস ক্লাব মোকাবিলা করবে। ফাইনাল দুইটি বিকেলে অনুষ্ঠিত হবে।