সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী বাস্কেটবল লিগের প্রথম বিভাগে আর এম এইচ এস সি ২০-১১ পয়েন্টের ব্যবধানে ভিক্টোরিয়া ক্রীড়া চক্র কে হারায়। বিজয়ী দলের পক্ষে সাইদ ১০টি পয়েন্টে স্কোর করেন। বিজিত দলের পক্ষে তৌফিক ৮টি পয়েন্ট স্কোর করেন।
গতকাল জেলা জিমনেশিয়ামে প্রিমিয়ার ডিভিশনে এফ কে সি ক্লাব ৫৪-৪৬ পয়েন্টের ব্যবধানে মেট্রোপলিটন ক্লাব হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে সুজন ১৬টি পয়েন্ট স্কোর করেন। বিজিত দলের পক্ষে অনিক ও অন্তর ১৮টি পয়েন্ট স্কোর করেন। লিগের শেষ ও ফাইনাল খেলায় লোটাশ ক্লাব-রেঈবো ক্লাব, উপশহর স্পোর্টিং ক্লাব-ঈগলেটস ক্লাব অংশ নেবে।