রাজশাহী বাস্কেটবল লিগে বড় জয় উপশহর ক্লাবের

আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী বাস্টেবল লিগে বড় জয় পেয়েছে উপশহর স্পোর্টিং ক্লাব। গতকাল রাজশাহী জেলা জিমনেশিয়ামে প্রথম বিভাগে রেইনবো ক্লাব ৫২-১০ পয়েন্টের ব্যবধানে ভিক্টোরিয়া ক্রীড়া চক্রকে হারায়। বিজয়ী দলের তুর ১৭ টি স্কোর করেন। প্রিমিয়ার ডিভিশনে উপশহর স্পোর্টিং ক্লাব ১০৩-২৫ পয়েন্টের বিশাল ব্যবধানে আলতাফ স্মৃতি সংঘকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে অমিত ২৫টি ও রুবেল ২২টি স্কোর করেন। বিজিত দলের পক্ষে তুষার ৮টি স্কোর করেন। আজকের খেলায় অংশ নিবে নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাব-কসমস স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব-মেট্রোপলিটন ক্লাব।