রাজশাহী বাস্কেটবল লিগে রেঈনবো ক্লাব জয়ী

আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১:১৫ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী জেলা জিমনেশিয়ামে বাস্কেটবল লিগের গতকালের প্রথম বিভাগে রেঈনবো ক্লাব জয়ী হয়েছে। তারা ৯১-৪৪ পয়েন্টের ব্যবধানে নর্থ বেঙ্গল স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে কানন ৪৪ ও তাইফুর ১৮ পয়েন্টে স্কোর করেন। বিজিত দলের পক্ষে মানিক ১৬ ও রুবায়েত ১৪ পয়েন্ট স্কোর করেন। ঢাকায় আন্ত:কলেজ ও আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কারণে ৫ আগস্ট পর্যন্ত লিগের খেলা বন্ধ থাকবে।