মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী জেলা জিমনেশিয়ামে অনুষ্ঠিত বাস্কেটবল লিগের খেলায় গতকাল প্রথম বিভাগে লোটাশ ক্লাব ৬২-২৩ পয়েন্টে কসমস স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে বনি ১৮টি, সনি ১১টি ও বিজিত দলের পক্ষে ফয়সাল ৭টি স্কোর করেন। প্রিমিয়ার ডিভিশনে টাউন ক্লাব৭১-৫২ পয়েন্টে মেট্রোপলিটন ক্লাবকে পরাজিত করে। বিজীয় দলের পক্ষে অপু ২৫টি, রনি ২২টি স্কোর বরেন। বিজিত দলের পক্ষে অন্তর ১৭টি স্কোর করেন। আজকের খেলায় অংশগ্রহণ করবে ওল্ড টাইমার ,আর এম এইচ এস সি,ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও এফ কে সি ক্লাব।