রাজশাহী বিআরটিএ কার্যালয়ের যানবাহন পরিবীক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপের

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


যানবাহন পরিবীক্ষণ কেন্দ্রে ভারী যানবাহন চালকদের নিয়ে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়। কমিউনিটি সংলাপে সভাপতিত্ব করেন রাজশাহীর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মোশাররফ হোসেন।

রোববার (১৭ ডিসেম্বর) ইউনিসেফের এসবিসি কার্যক্রমের আওতায় রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে রাজশাহীর বিআরটিএ কার্যালয়ের অনুষ্ঠানে রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা.ফরহাদ হোসেন প্রধান অতিথি এবং রাজশাহীর বিআরটিএ কার্যালয়ের সহকারী মোটর যানপরিদর্শক রকিবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন স্বাগত বক্তব্য প্রদান করেন।

সম্মানিত বক্তাগণ বাল্যবিবাহের কুফল, যৌতুক, নারী ও শিশুনির্যাতন, মাদক, বহুগামীতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সাবধানে গাড়ি চালনা ও সড়ক দুর্ঘটনারোধে মোটরচালকদের করণীয় নিয়ে সময়োপযোগী বক্তব্য প্রদান করেন। এ সময় অতিথিবৃন্দ সংলাপে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন। এতে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে সুস্পষ্টধারণা তৈরি হয়।

সংলাপে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা তাদের পরিবারে বাল্যবিয়ে দিবেনা, মাদক থেকে নিজেরা দূরে থাকবে, সাবধানে গাড়ী চালাবে ও ট্রাফিক নিয়ম মেনে চলবে। উল্লেখ্য, কমিউনিটি সংলাপে প্রায় ২০০ জন ভারী যানবাহন চালক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজওয়ান মোরশেদ রাজশাহী জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version