বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’ প্রতিপাদ্যে নগর ভবনের গ্রীন প্লাজায় এবার এই মেলার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বৃক্ষমেলা উপলক্ষে নগরীতে একটি র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এরপর তিনি অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। বিভাগীয় সামাজিক বন বিভাগ ১৫ দিন ব্যাপি এ মেলার আয়োজন করেছে। এতে সহায়তা করেছে জেলা প্রশাসন।