মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে নগরীর রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি শাহিন আকতার রেণী, আসমা আকতার, কিবরিয়া আকতার বানু, সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজী, সহসাধারণ সম্পাদক নাহারুন নেসা শিমুল, রুনা লায়লা, কোষাধ্যক্ষ জাহানারা বেগম, নির্বাহী সদস্য রাফিকা খানম ছবি, হেলেন খান, জিনাতুন নেতা রেবা ও শাহানারা বেগম।
সভায় সিদ্ধান্ত হয় শিশুদের চকলেট দৌড়, কলেজ ছাত্রীদের আলু চামচ দৌড়, শর্টপুট অনূর্ধ্ব-১০ ছেলেমেয়ে দৌড় অনুষ্ঠিত হবে। এছাড়াও কাবাড়ি প্রতিযোগিতা হবে। খেলা হবে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত।