রাজশাহী বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এপিএ সংক্রান্ত কর্মশালা

আপডেট: মে ২৫, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী বিভাগের জনসেবার মান উন্নয়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ মে) সকাল সাড়ে ৯টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভা-গীয় কমি-শনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হামিদুল হক।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এএসএম ফেরদৌস। এছাড়াও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়নের গাইডলাইন উপস্থাপন করেন যুগ্মসচিব খোরশেদ আলম খান।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪-২৫ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন ও প্যানেল ডিসকাশন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।

বাঘা উপজেলা নির্বাহী অফিসারের ২০২৪-২৫ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন ও প্যানেল ডিসকাশন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের (অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান, যুগ্মসচিব মো. জিয়াউল হক, জেলা প্রশাসক শামীম আহমেদ, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত সহ বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ