প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগের সংগ্রামী সফল ১০ জন নারীকে জয়িতা নির্বাচন করা হয়েছে। রোববার (১৪ জুলাই) বেলা ১১ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তরফদার মো. আক্তার জামীল জানান, আগামী ১৬ জুলাই সকাল দশ’টায় জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হবে।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে ২৫ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে। এ ছাড়া রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে নির্বাচিত অপর ৩৫ জন জয়িতাকে ৫০০০ টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেয়া হবে।
তিনি আরও জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
জয়িতা সম্মাননার জন্য মনোনীত ১০ জন হলেন, অর্থনৈতিক ভাবে সফল নারী ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলার হাছনা বেগম ও রাজশাহী মহানগরীর সোনিয়া খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহীর চারঘাট উপজেলার ডা. শিউলী আক্তার ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার তাছলিমা আবিদ, সফল জননী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফরিদা বেগম।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে রাজশাহী নগরীর মর্জিনা ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোছা. পরিনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী নগরীর বাসিন্দা তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মো. মুহিন ওরফে মোহনা এবং জয়পুরহাট সদর উপজেলার আছমা বিবি।