নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা (আংশিক) প্রকাশ করেছে। ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনে দল মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশের কথা রয়েছে। এই তালিকায় রাজশাহী বিভাগের আটটি জেলায় ৩৯টি সংসদীয় আসনে জাসদ প্রার্থী দিয়েছে ৩২টিতে।
এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। এসময় প্রার্থী তালিকাটি পাঠ করেন দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।
জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে জাসদ তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছ। এরমধ্যে রাজশাহী-১ আসনে প্রদীপ মৃধা, রাজশাহী-২ আসনে আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী-৬ আসনে জুলফিকার মান্নান জামী।
জয়পুরহাটের দুটি আসন। এরমধ্যে জয়পুরহাট-১ আসনে আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, জয়পুরহাট-২ আসনে আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন।
বগুড়ার সাতটি আসনের মধ্যে ছয়টিতে প্রার্থী দিয়েছে জাসদ। এই আসনগুলোর প্রার্থীরা হলেন- বগুড়া-১ আসনে এড. হাসান আকবর আফজল হারুন, বগুড়া-৩ আসনে আব্দুল মালেক সরকার/আলহাজ্ব মো. ফেরদৌস স্বাধীন (ফিরোজ), বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন, বগুড়া-৫ আসনে রাসেল মাহমুদ, বগুড়া-৬ আসনে এড. এমদাদুল হক ইমদাদ, বগুড়া-৭ আসনে মো. আব্দুর রাজ্জাক।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল হামিদ রুনু।
নওগাঁর ছয়টি আসনে প্রার্থী দিয়েছে জাসদ। এরমধ্যে নওগাঁ-১ আসনে বীর মুক্তিযোদ্ধা এড. মো. শাহজাহান, নওগাঁ-২ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩ আসনে বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, নওগাঁ-৪ আসনে এড. মো. রিয়াজ উদ্দিন, নওগাঁ-৫ আসনে এসএম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ আসনে এড. মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল।
নাটোরের চারটি আসনের মধ্যে দুটিতে প্রার্থী দিয়েছে জাসদ। এরমধ্যে নাটোর-১ আসনে মো. মোয়াজ্জেম হোসেন, নাটোর-৪ আসনে এড. বিপ্লব কুমার রাম।
সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে জাসদ। এরমধ্যে সিরাজগঞ্জ-১ আসনে আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনে আবু বকর ভূঁইয়া, সিরাজগঞ্জ-৪ আসনে মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৫ আসনে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ-৬ আসনে মোজাম্মেল হক।
পাবনার পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে জাসদ। এরমধ্যে হলো পাবনা-১ আসনে শেখ আনিসুজ্জামান, পাবনা-২ আসনে মোছা. পারভীন খাতুন/শেখ আনিসুজ্জামান, পাবনা-৩ আসনে আবুল বাশার শেখ, পাবনা-৪ আসনে মো. আব্দুল খালেক, পাবনা-৫ আসনে আলহাজ্ব আফজাল হোসেন রাজাকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট