নিজস্ব প্রতিবেদক:
বুধবার (১০ জানুয়ারি) রাজশাহী বিভাগে এবার নতুন ১১ জন সংসদ সদস্য হিসাবে শপথ নিবেন। এর আগে এই ১১ জন কোন দিন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়নি। এরা হলেন, রাজশাহী-২ (সদর, রাজশাহী সিটি করপোরেশন এলাকা) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ ( পবা- মোহনপুর) আসনের নৌকা প্রতীকের আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নৌকা প্রতীকের গালিবুর রহমান শরীফ, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে নৌকা প্রতিকের সৌরন্দ্রনাথ চক্রবর্তী,
নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদি, বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে নৌকা প্রতীকের মজিবর রহমান মজনু, বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে নৌকা প্রতীকের ড. জান্নাত আরা হেনরী।
নতুনরা ছাড়াও রাজশাহী বিভাগের বাকিগুলো সবাই এক ও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারাও বুধবার শপথগ্রহণ করবেন। তারা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-আংশিক সলঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-এনায়েতপুর-চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত চয়ন ইসলাম, জয়পুরহাট-১ আসনে (সদর-পাঁচবিবি) আসনে নৌকার সামছুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) নৌকার আবু সাঈদ আল মাহমুদ স্বপন,
বগুড়া-১ (সোনাতলা ও সারিয়াকান্দি) আসনের নৌকা প্রতীকের সাহাদারা মান্নান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের নৌকা (জাসদ) এ, কে, এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রতীকের রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- গোমস্তাপুর- ভোহালাট) আসনের নৌকা প্রতীকের জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকা প্রতীকের আব্দুল ওদুদ, নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে নৌকা প্রতীকের সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের নিজাম উদ্দিন জলিল ওরফে জন, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর) আসনের নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী,
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকা প্রতীকের আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নৌকা শাহ্রিয়ার আলম, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ, নাটোর-২ (নাটোর সদর- নলডাঙ্গা) আসনে নৌকা প্রতীকে শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীকের জুনাইদ আহ্মেদ পলক, নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকা প্রতীকের সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে নৌকা প্রতীকের শামসুল হক টুকু, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে নৌকা প্রতীকের আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে নৌকা প্রতীকের মকবুল হোসেন, পাবনা-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের গোলাম ফারুক খন্দ: প্রিন্স।