শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম। গত ৮ অক্টোবর প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও সদস্য সচিব মো. সানাউল্লাহ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে- প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ গৌরব আমার একার নয়, আমার প্রিয় উপজেলাবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতা আজ আমি সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এর সবই উপজেলাবাসীর জন্য।
আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি উপজেলাবাসীর সেবা করে যাব ইনশাআল্লাহ। এদিকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছে। এর আগে তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।