শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:গ্যাস সঞ্চালন লাইন সংস্কারের জন্য ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আছে। রাজশাহী বিভাগে এসময় গ্যাস সরবরাহ হবে না। চলবে ১৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) জানিয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য টাই-ইন / হুক-আপ কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে সম্পন্ন হবে।
এ কার্যক্রম চলাকালে পিজিসিএল অধিক্ষেত্রাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানায় পিজিসিএল।
পিজিসিএলের উপসহকারী প্রকৌশলী সুমন মিয়া জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী জিটিসিএল এর ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার মূল গ্যাস সঞ্চালন লাইন প্রতিস্থাপনের জন্য সাময়িক ভাবে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। লাইন বন্ধ রাখা হলেও কাজ শুরুর পরপরই গ্রাহকরা খুবই অল্প পরিমানে গ্যাস অন্তত ৫/৬ ঘন্টা পেতে পারেন।
সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার একাংশ, বগুড়া, রাজশাহী, পাবনা এবং ঈশ্বরদী।